আলকুশি পাউডার – 200 গ্রাম

(13 customer reviews)

250.00৳ 

দ্রুত বীর্যপাত, লিঙ্গশৈথিল্য, ধাতুদৌর্বল্য ও ক্ষীনবল হয়ে পড়লে ১ চা চামুচ আলকুশি বীজ চূর্ণ  ১০০মিঃলিঃ দুধে অল্প চিনি বা মিছরি সহ ফুটিয়ে রোজ একবার রাতে  শোবার আগে  ১০- ১২ দিন টানা খেলে দারুন সুফল পাওয়া যায়।

আলকূশী বীজ চূর্ন ১ চা চামুচ  ও অশ্বগন্ধা মূল চুর্ন  ১ চা চামুচ একত্রে  ১ গ্লাশ পানিতে সারা রাত ভিজিয়ে সকালে শুধু পানি পান করলে সকল ধরনের যৌন সমস্যায় উপকার পাওয়া যায়

.

200 গ্রাম অর্ডার করতে Add to cart এ ক্লিক করুন আর যদি আরও বেশি অর্ডার করতে চান তাহলে Qty তে সংখ্যা বাড়িয়ে নিন। যেমন Qty 2 হলে হবে 400 গ্রাম।

আলকুশি বীজ চূর্ণ(Mucuna pruriens)

আলকুশি বা বিলাই খামচি (বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens), (ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean) হচ্ছে Fabaceaeপরিবারের একটি উদ্ভিদ।
সংস্কৃত নাম আত্মগুপ্তা।
.
আলকুশি আমাদের বন-পাহাড়ে এখনো মোটামুটি সহজলভ্য। একসময় আমাদের লোকালয়ের ঝোপ-জঙ্গলে অঢেল ছিল, এখন নেই বললেই চলে।

আলকুশি ওষুধি গাছ হিসেবে প্রাচীনকাল থেকেই সবচেয়ে বেশি আদৃত।
রাজনিঘন্টুতেও এ গাছের উল্লেখ আছে।
‘কপিকচ্ছুরাত্মগুপ্তা স্বয়ংগুপ্তা মহর্ষভী/লাঙ্গলী কুণ্ডলী চণ্ডা মর্কটী দুরভিগ্রহা।’

কালীপদ বিশ্বাস ভারতীয় বনৌষধি গ্রন্থে এ গাছের অসংখ্য কার্যকর ব্যবহারের কথা উল্লেখ করেছেন। গাছের স্বাদুরস বায়ু ও ক্ষয়নাশক, রক্তদোষ ও ব্রণনাশক।

ফল একসময় কফির বিকল্প হিসেবে ব্যবহূত হতো।মধ্য আমেরিকায় আলকুশির বীচি আগুনে ভেজে চূর্ণ করা হয় কফির বিকল্প হিসেবে। এ কারণে ব্রাজিলসহ অন্যান্য দেশে এর প্রচলিত নাম হচ্ছে নেস ক্যাফে। গুয়েতেমালায় কেচি সম্প্রদায়ের মানুষ এখনও খাদ্যশস্য হিসেবে এটি আবাদ করে। সবজি হিসেবে রান্না হয়।

কার্যকারিতা ও ব্যবহারঃ

আলকূশী বীজ চূর্ন ১ চা চামুচ ও অশ্বগন্ধা মূল চুর্ন ১ চা চামুচ একত্রে ১ গ্লাশ পানিতে সারা রাত ভিজিয়ে সকালে শুধু পানি পান করলে সকল ধরনের যৌন সমস্যায় উপকার পাওয়া যায় ।
.
বীজচূর্ণ মধুসহ কলেরা বা ঐ ধরনের মারাত্মক পেটখারাপে ঘন ঘন খাওনো হয় এবং রোগের উপশম‌ও হয়। এছাড়াও হঠাত হাত পা অঙ্গ-প্রত্যঙ্গ ঝিন ঝিন করা, কাঁপতে থাকা ও অসাড় হয়ে য‌ওয়া এবং শেষে একেবারে জড়ভরত হয়ে যাওয়া – এক্ষেত্রে ১ চা চামুচ বীজ চুর্ণ ছাগল দুধে ফুটিয়ে অল্প মধু সহ খাওয়ানো হয় সকাল-সন্ধ‍্যা দিনে দুবার। মাসখানেক খাওয়ালেই রুগীর অনেক উন্নতি হয়।

দূরারোগ্য এবং প্রায় অসাধ্য – আ্যলঝাইমা ও পারকিনসন্স রোগে আলকুশির বীজ চূর্ন লোকায়ত চিকিৎসা পদ্ধতি । ১ চা চামুচ করে ১ বা ২ বার খেতে হয় ।

বিছার কামড়ে বীজগুঁড়া লাগালে কাজ হয়।

.
প্রসঙ্গত একটা কথা বলা একান্ত প্রয়োজন। মানুষ ও বানর উভয়েরই আগ্ৰাসী হাত থেকে বাঁচাতে প্রকৃতি এই মহামূল্যবান ভেষজটিকে দিয়েছে সুরক্ষাকবজ, অসাধারণ এক হাতিয়ার–তীব্র চুলকানি সৃষ্টিকারী ভয়ঙ্কর রোঁয়া। সেজন্য আলকুশির মূল ও বীজ সংগ্ৰহ করা খুব‌ই কষ্টসাধ্য। এই ভেজাল-সর্বস্ব যুগে আলকূশীর বীজ ও মূল বলে বাজারে যা বিক্রি হয় তার অধিকাংশ‌ই এর‌ই প্রায় সমগোত্রীয় সবজী তরুকলার ( Mucana utilise Wall.) বীজ -মূল।

মূলের পার্থক‍্য সাদা চোখে ধরা না পড়লেও বীজের পার্থক‍্য সহজেই বোঝা যায়। তরুকলার বীজ আকারে দু-তিন গুন বড়, গাঢ় খয়েরী রঙের, গায়ে অন রঙের কোন ছোপ নেই।খাদ্যগুণ সমৃদ্ধ হলেও তরুকলার এবংবিধ কোন ভেষজগুণের কথা জানা নেই। এটির পাতাও আলকূশী সদৃশ। সুতরাং আলকূশীর মূল বীজ ও পাতা যথেষ্ট নিশ্চিত হয়ে তবেই ব্যবহার করা উচিত।

FH SHOP নিয়ে এসেছে একদম আসল আলকুশি বীজ চুর্ন । ভেজাল এড়াতে FH SHOP এর আলকুশি বীজের চুর্ন নির্ভয়ে ব্যবহার করতে পারেন ।

.
পার্শ্ব-প্রতিক্রিয়া ও বিরূপ ক্রিয়াঃ নির্ধারিত মাত্রায় কোন পার্শ্ব-প্রতিক্রিয়া ও বিরূপ ক্রিয়া পরিলক্ষিত হয়নি ।
.
এই ভেষজটি আপনাদের জন্য নিয়ে এসেছে ডাঃ মোঃ ফাইজুল হক (আয়ুর্বেদিক, ইউনানী ও হোমিওতে সরকারী প্রাক্টিস রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক ও লেখক) পরিচালিত  FH Shop .
.
ডাঃ মোঃ ফাইজুল হক এর সরাসরি  নিজের তত্ত্বাবধানে  হার্বস/ঔষধি ভেষজ  থেকে সঠিক নিয়মে চুর্ন / পাউডার করা হয়েছে । কোনো কেমিকেল বা সাধারন পির্জাভেটিব ও ব্যবহার করা হয়নি ।
.
১০০% খাঁটি হার্বস ব্যবহার করার জন্য আমাদের  কাস্টমার কেয়ারে ফোন দিন ,ঢাকার মধ্যে হোম ডেলিভারির সুযোগ এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে  পন্য ডেলিভারি দেওয়া হয় ।
.
আমাদের কাষ্টমার কেয়ারও পরিচালিত হয় কোয়ালিফাইড ভেষজবিদ/আয়ুর্বেদ/ইউনানী চিকিৎসক এর তত্ত্বাবধানে ।

২০০ গ্রাম ২৫০ টাকা ।

13 reviews for আলকুশি পাউডার – 200 গ্রাম

  1. Sheikh Amir Sohel (verified owner)

    কত দিন খেতে হবে? কন্টিনিউ খেলে কোন সমস্যা আছে কি না?

    • FH SHOP

      কমপক্ষে ৩ মাস, বেশিদিন একসাথে খাওয়া ঠিক হবেনা

  2. Sojib

    এখানে দুধের কথা বলা হয়েছে। দুধ কি না খেলেও হবে।
    এবং ফুটিয়ে কি সবটুকু খাব নাকি নিচের গুড়াগুলো ফেলে দিতে হবে

  3. Pavel

    Subhanallah

  4. Hasan

    আমি আশঘন্ধা+আলকুশি খাবো নাকি আশ্বাঘন্ধা+শিমুল চূর্ণ খাবো ?
    কোনটা খেলে ভালো হবে?

    • FH SHOP

      সবগেুলো একসাথে খেলে ভালো হবে।

  5. Md Salehuddin Raihan

    বিজ ১ মিনিট আওট হয়ে যায়।স্ত্রী বাপের বাড়ি থেকে বেসি। আসে না

  6. SHAH

    অশ্বগন্ধ‍্যা,কাবাব চিনি,শিমুল মূল,আলকুশি কি একসঙ্গে খাওয়া যাবে?

  7. আলমগীর

    ধাতু ক্ষয়রোগের জন্য কি এরসাথে শিমুল মূল খাওয়া যেতে পারে?

  8. Md AriF

    আলকুশী বীজ শুধু পানি দিয়ে গুলে কি কোন সমস্যা হবে?? আমি প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার পরে পানিতে গুলে খেয়ে ফেলি এটা কি ঠিক হচ্ছে

  9. fouzi70

    Alkushi powder ki 2 tspoon kawa jabe dudher shathe naki 1 tspoon khete hobe?

  10. মুস্তুফা সাহরিয়াহ

    অনেকের মতে , আলকুশি পাউডার দুধ দিয়ে পরিশোধিত না করলে ক্ষতিকারক ? এই ব্যাপারে জানতে চাই

  11. Abdun

    আলকুশি + অশ্বগন্ধা + শিমুল মূল গুড়া এর সেবনবিধি কি ?

  12. Kaium Akanda

    আমি শুনেছি আলকুশি বীজ দুধ দিয়ে শোধন করে না খেলে নাকি ক্ষতি হয়, এটা কতটুকু সত্য, আর এই পাউডার কি শোধন করা?

  13. hannan

    আলকুসি গুড়া

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart
আলকুশি পাউডার – 200 গ্রাম
250.00৳ 
Scroll to Top